Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪

ইতিহাস ও কার্যাবলি

হোটেলস্ ইন্টারন্যাশনাল লিমিটেড (হিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন একটি পাবলিক লিমিটেড কোম্পানী। স্বাধীনতার পর বাংলাদেশে বিদেশী অতিথি, কূটনৈতিক দাতা সংস্থার কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও আগ্রহী পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে সে সময় বিদ্যমান একমাত্র সরকারি পাঁচ তারকা হোটেলের উপর চাপ বেড়ে যায়। ফলশ্রুতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় পাঁচতারকা মানের হোটেল স্থাপনের প্রয়োজন উপলব্ধি করে আরেকটি নতুন হোটেল স্থাপনের উদ্যোগ নিতে নির্দেশনা প্রদান করেন । তৎপ্রেক্ষিতে ১৯৭৩ সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকে একটি পাঁচতারকা হোটেল নির্মাণের দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে হোটেলটি পরিচালনার জন্য সরকার হোটেলস্ ইন্টারন্যাশনাল লিমিটেড (হিল) নামে একটি পাবলিক লিমিটেড কোম্পানী গঠন করে ২৫ জুন ১৯৭৭ সালে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিতে এর নিবন্ধন সম্পন্ন করে। হোটেল নির্মাণের জন্য জাপানী ঋণদান সংস্থা ওভারসীজ ইকোনমিক কো-অপারেশন ফান্ড (OECF) এর কাছ থেকে ৫৮.০২ কোটি টাকা ঋণ এবং বাংলাদেশ সরকার ২৪.১৬ কোটি সর্বমোট ৮২.১৮ কোটি টাকা সহায়তা ফান্ড হিসাবে প্রদান করে। হোটেল নির্মাণ কাজ যথাযথভাবে সম্পূর্ণ হবার পর ১৯৮১ সালের আগষ্ট মাসে হোটেলটি বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। ব্যবসায়িক কার্যক্রম সফল হওয়ায় হিল কর্তৃক গৃহীত জাপানী ঋণ ২০০২ সালের মধ্যে সম্পূর্ণভাবে পরিশোধ করা হয়। বর্তমানে হোটেলস্ ইন্টারন্যাশনাল লিমিটেড (হিল) অত্যন্ত সুনামের সাথে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলটি লাভজনকভাবে পরিচালনা করছে। হোটেলে প্রায় ৪৩৩ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছে। তাছাড়া, বিগত বছর সমূহে হোটেলটি প্রায় কয়েক শত লোকের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়েছে এবং তাদের পরিবার পরিজনের জীবনমান উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। তাছাড়া, হোটেলটি দীর্ঘদিন ধরে দেশে-বিদেশে বাংলাদেশের কৃষ্টি, ঐতিহ্য, আতিথ্য, রন্ধন শৈলী প্রচারে সুনামের সাথে কাজ করছে।